সুইডেনের পর ডেনমার্কে ও পবিত্র কুরআন পুড়িয়েছে কট্টরপন্থীরা

0
618

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি মসজিদের কাছে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআন গ্রন্থের কপি পুড়িয়ে দিয়েছে রাসমুস পালুদান নামের এক ইসলামবিরোধী কর্মী
রাসমুস পালুদান একজন কট্টর ইসলামবিরোধী যিনি ডেনমার্ক ও সুইডেন উভয়দেশেরই নাগরিক,21শে জানুয়ারী সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর সময় ও রাসমুস পালুদান ছিলেন

জানা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশী দেশ সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে আগ্রহী হয়, এর বিরোধিতা করে তুরস্ক যার কারণে সুইডেনের মানুষের মধ্যে তুরস্কের প্রতি তীব্র অসন্তোষ দেখা দেয়, ২১ জানুয়ারি সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআনে আগুন দেয় কট্টরপন্থী কর্মীরা।

এ ঘটনায় তুরস্কে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করছে তুরস্ক।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে ,ডেনিশ রাষ্ট্রদূতকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল যেখানে তুর্কি কর্মকর্তারা “এই উস্কানিমূলক কাজের জন্য তীব্র নিন্দা জানিয়েছেন “।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here