কাঁচা খেজুরের রস মানুষের জন্য অনিরাপদ: আইইডিসিআর পরিচালক

0
479

শীতে খেজুরের রস সকলের প্রিয় একটি খাবার ,অনেকেই শীতের সকালে ভিন্ন স্বাদ নিতে খেজুরের রস পান করে থাকে।
কাঁচা খেজুরের রস পান করা মানুষের জন্য অনিরাপদ ,এ বিষয়ে আজ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়
খেজুর গাছ থেকে কাঁচা রস সংগ্রহে যত সতর্কতাই অবলম্বন করা হোক না কেন, তা অনিরাপদ বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরিন।

তিনি বলেন, ‘সম্প্রতি আমরা মানুষের মধ্যে আবারও খেজুরের কাঁচা রস পানের প্রবণতা লক্ষ্য করছি। সেটি আবার তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটা করে প্রচারও করছেন। এটি (রস পান) যে কী ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে, তা না জেনেই মানুষ খেজুরের কাঁচা রস পান করছেন। আমরা সবাইকে খেজুরের কাঁচা রস পান করতে নিষেধ করছি। কারণ রস সংগ্রহে যত সতর্কতাই অবলম্বন করা হয়ে থাকুক না কেন, এটি অনিরাপদ।’
সুস্থ থাকতে অবশ্যই কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here